মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সরোয়ান হোসেন (22) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকাবস্হায় শুক্রবার মধ্যরাতে মারা গেছে। নিহত সরোয়ার হোসেন ইসহাকপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
থানা পুলিশ জানিয়েছে ময়নাতন্তের পর শনিবার নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ইসহাকপুর গ্রামের লাল মিয়ার ছেলে রানা মিয়া ও সুন্দর আলীর ছেলে সরোয়ান হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৮ অক্টোবর রাত ১ টার দিকে সরোয়ান হোসেন জগন্নাথপুর উপজেলা সদর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হবিবপুর গ্রামের মনাই ভাংতি নামক এলাকার সড়কে প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুত্বর আহত হন। হামলায় যুবকের মাথা সহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় সরোয়ান হোসেনকে তারআত্মীয় স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দু’পক্ষের লোকজনের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাল মিয়ার পক্ষের আবদুল কাহারের বাড়ি থেকে একটি পাইপগান ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ১৩ জনকে আটক করেন।এঘটনায় মঙ্গলবার জগন্নাথপুর থানায় উপ পরিদর্শক অনুজ কুমার দাশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অপরদিকে হামলায় আহত যুবকের বাবা সুন্দর আলী বাদী হয়ে ২২ জন কে আসামি করে মঙ্গলবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী হামলায় আহত যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হামলায় আহত হওয়ার ঘটনার মামলাটি হত্যা মামলা হিসেবে আমরা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
Leave a Reply