মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে বন্দুকের গুলিতে নিহত হওয়ার ২৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোন আসামী ধরা পড়েনি।
জানাযায়, গত ১৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইজাজ আহমদ ও আলমপুর গ্রামের আবু তাহের মজনুর লোকজনের মধ্যে গাড়ির স্ট্যান্ড নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ইজাজ আহমদের ভাগ্নে মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন (১২) নিহত হন। এ ঘটনায় নিহতের মা ছুফিয়া আক্তার বাদী হয়ে আবু তাহের মজনু সহ ৭ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে উচ্চ আদালত থেকে মামলার এক নারী আসামী আগাম জামিন পেলেও বাকি আসামীরা আত্মগোপানে রয়েছে। তবে ঘটনার ২৪ দিন অতিবিাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বাদী পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে ১২ নভেম্বর মঙ্গলবার উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের সাথে আলাপ হলে তিনি বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply