বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: পিঁয়াজের ঝাঁজে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসী আক্রান্ত হলেও বাজার নিয়ন্ত্রনে কোন ধরনের মনিটরিং নেই। ফলে ব্যবসায়ীরা তাদের নিজের ইচ্ছে মতো ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত দাম হাকিয়ে নিচ্ছেন। গত কয়েকদিন ধরে পেঁয়াজের অতিরিক্ত দামে ক্রেতাদের নাভিশ্বাস উঠে চরমে। তবে গতকাল ১৯০ থেকে ২০০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক এক সেমিনারে বক্তারা বাজার মনিটিংয়ের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সস্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ব্যবসায়ী শশী গোপ প্রমুখ।
সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত বাজার মনিটিং করার জন্য প্রশাসনের প্রতি বক্তারা আহবান জানান। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, সিরাজুল হক, শহিদুল ইসলাম রানা, শাহ আবু ইমানি, মখলিছ মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন, বাজার ব্যবস্থা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যান্য এলাকা থেকে প্রবাসি অধ্যুষিত প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় প্রতিটি জিনিসপত্রের দাম অতিরিক্ত দরে বিক্রি হয়ে আসছে। মাছ বাজার, সবজি বাজার, ফল বাজার, মাংস, ডিমসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে আমরা বাজার মনিটরিংয়ে নামব।
Leave a Reply