বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের কৃতি সন্তান যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের অতিরিক্ত সচিব শিশির রায় আর নেই। গতরাত পৌনে ২টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।আজ তার মরদেহ গ্রামের বাড়ি জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের ভারত নিবাসে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন হবে।
প্রয়াতের বড় ভাই জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা মরদেহ দেখার পর গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। তিনি গত দুই দিন আগে আকস্মিক স্টোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জগন্নাথপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী ও সাধারণ সম্পাদক প্রনব বণিক জানান, প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে।
Leave a Reply