মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিশির রায় আর নেই। পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা প্রয়াত সুধীর কুমার রায়ের ছেলে এবং জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শুধাংশু শেখর রায় বাচ্চুর ছোট ভাই ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনায়লয়ের অতিরিক্ত সচিব শিশির কুমার রায় (৫৯) মঙ্গলবার রাত ২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শাস্ব ত্যাগ করেন।
বুধবার বিকেলে তাঁর মরদেহ জগন্নাথপুর আসলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তাঁকে শেষ বারের মতো এক নজর দেখতে সর্বস্তরের হাজারো শোকার্ত জনতার ঢল নামে। এ সময় তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে তার নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।
অতিরিক্ত সচিব শিশির রায়ের মৃত্যুতে জগন্নাথপুরের রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply