বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি; পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী  উপদেষ্টা হাসান আরিফ আর নেই শান্তিগঞ্জে হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল, জনমনে আশার আলো সুনামগঞ্জে আইডিয়া ‘বিএইচএ’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত  জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত জগন্নাথপুরে বিজয় দিবসে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরের কৃতি সন্তান শিশির রায় কে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায়

জগন্নাথপুরের কৃতি সন্তান শিশির রায় কে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায়

স্টাফ রিপোর্টার  ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিশির কুমার রায় কে জগন্নাথপুরে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানানো হয়েছে।
আজ বুধবার বিকেলে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নিয়ে এলে জগন্নাথপুর উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, সিলেট,সুনামগঞ্জের সড়ক যোগাযোগ ও সেতু বিভাগ,যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর কার্যালয়ে কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ,সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে
শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ি ভারত নিবাসে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন- সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর সভার প্যানেল মেয়র সফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব বনিক প্রমুখ সভা পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র।
মঙ্গলবার রাত পৌনে ২টায় রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সহ আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। প্রয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক পিপি খায়রুল কবির রুমেন,জেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিল ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ,সিরাজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়,সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাক্তার আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ,সবুজ সিলেট/ইত্তেফাক প্রতিনিধি আবদুল হাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব বনিক, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, পূজা উদযাপন পরিষদের নেতা বিভাস দে,কাজল বণিক, শশী কান্ত গোপ,অরুপ সরকার,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রুপক কান্তি দে, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল দাশ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী,সাধারণ সম্পাদক শাহ রুহেল
প্রমুখ উল্লেখ্য চাকুরী জীবনের শুরুতে তিনি দিরাই ও জগন্নাথপুরে শিক্ষকতা করেন। পরে ম্যাজিষ্ট্রেট হিসেবে প্রশাসনে যোগদেন।তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক সর্বশেষ সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। চাকুরিতে কর্মরত থাকাকালে তিনি রোববার হার্ট অ্যাটাক করলে রাজধানীর অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টে রিং বসানো হয়।মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে ভারত নিবাসের নিজ বাড়িতে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তিনি জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু শেখর রায় বাচ্ছুর ছোট ভাই। তার বাবা সুধীর চন্দ্র রায়ও একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। দাদা ভারত চন্ রায় তাঁর পিতা স্বরূপ চন্দ্রের নামে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দান করেন। দায়িত্ব পালনকালে তিনি সততার সহিত দায়িত্ব পালন করেন বলে সুনাম অর্জন করেন। আগামী ডিসেম্বর মাসে পদোন্নতিতে তিনি পূর্ণ সচিব হওয়ার কথা ছিল এবং জানুয়ারি মাসে অবসর গ্রহণের কথা।এর আগেই তিনি দুনিয়া থেকে চির বিদায় নিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com