বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আজ বুধবার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ফলবাজার ও সবজি বাজার মনিটরিং করেছেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী। পরির্দশকালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহনীয় পর্যায়ে রাখার জন্য দোকানদারকে নির্দেশ দেন তিনি। এছাড়াও ফলবাজার পরির্দশন করে দাম যাছাই বাছাই করেন। পরির্দশকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি(তদন্ত) নব গোপাল দাস, এসআই আতিক, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী জানান, লবণের গুজব রোধে আর পেঁয়াজের দাম নিয়ন্ত্রন রাখার পাশাপাশি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মনিটরিং করছি। পরির্দশকালে পেঁয়াজ ১২০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। তবে আমরা বাজারে আসের পূর্বে ১৩০ টাকা কেজি করে বিক্রি হয়েছে পেঁয়াজ। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রনে রাখতে পুলিশ নিয়মিত মাঠে থাকবে।
Leave a Reply