মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি; পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী  উপদেষ্টা হাসান আরিফ আর নেই শান্তিগঞ্জে হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল, জনমনে আশার আলো সুনামগঞ্জে আইডিয়া ‘বিএইচএ’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত  জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত জগন্নাথপুরে বিজয় দিবসে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে মতবিনিময়সভা

জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে মতবিনিময়সভা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় ও শিক্ষক নেতৃবৃন্দের অংশ গ্রহণে মাদক বিরোধী এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা জয়নাল আবেদীন, ইকড়ছই সিনিয়ম মাদ্রাসার অধ্যক্ষ ছমির উদ্দিন, সৈয়দপুর সামছিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজুওয়ান আহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, প্রভাষক সুরেনজিত কুমার সেন, এসআই রফিক আহমদ, মাওলানা মহিবুর রহমান, ইমাম নিজাম উদ্দিন জালালি, বদরুল ইসলাম, ফজলুল করিম, আব্দুল আজিজ সুজন মিয়া প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আগামী এপ্রিল মাসে জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত ঘোষনা করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সেই লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক মাদক বিরোধী কমিটি গঠণ করে মাদক ব্যবসায়ী ও সেবাদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্যে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
এরপূর্বে সেবামূলক কল সেন্টার ’৩৩৩’ এর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেথে জনসাধারণকে এই সেবা গ্রহণের জন্য
আলোচনাসভা অনুষ্টিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com