বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে পঁচা পাটিসাপটা রাখার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করা হয়। অভিযানকালে শহরের রিফাত নামে একটি ফাষ্টফুডের দোকানে পঁচা বাসি পাটিসাপটা পরিবেশন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের শহরের ইকড়ছই এলাকায় হাবিব ট্রেডার্স থেকে ভেজাল সন্দেহে খেজুরের রসের ৩৫টি ড্রাম জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, পঁচা খাদ্য দ্রব্য পরিবেশ করায় জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ভেজাল সন্দেহে খেজুরের রসের ড্রাম জব্দ করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply