বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে কামাল কমিউনিটি সেন্টার সংলগ্ন আনন্দ ডিজিটাল ফটোষ্টোডিওর মালিক আনন্দ সরকার (২৪) কে দুবৃত্তরা নির্মমভাবে খুন করে তার বসত রুমের দরজায় তালা মেরে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ নিহত ব্যবসায়ীর রক্তাত্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আনন্দ সরকারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলা গ্রামে। তার পিতার নাম সুনীল সরকার।
সে দীর্ঘদিন ধরে পৌর শহরের ডাক বাংলারোডস্থ নন্দিতা স্টুডিওতে ফটোগ্রাফার হিসাবে কাজ করত। গত ১বছর যাবত সে কামাল কমিউনিটি সেন্টার সংলগ্ন মার্কেটে আনন্দ ডিজিটাল ফটোষ্টোডিও নামক নিজস্ব স্টুডিও খুলে ব্যবসা করে আসছিল।
এব্যাপারে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে অনুসন্ধান চলছে।
Leave a Reply