শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী পারাপারের সময় খেয়া নৌকা ডুবে গয়াছ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত যুবক জগন্নাথপুরর পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আছকন মিয়ার ছেলে। সোমবার বিকেলের দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের তীরবর্তী কুশিয়ারা নদীতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বাড়ি থেকে বের হয়ে রানীগঞ্জ বাজারে দুপুরের দিকে রওয়ানা হন গয়াছ মিয়া।
কুশিয়ার নদীর দক্ষিণ এলাকা থেকে উত্তর পাড়ে পারাপারের জন্য খেয়া নৌকায় উঠতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে স্থানীয় এলাকাবাসী জানান মৃত যুবক একজন মৃগী রোগি ছিল। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জনান পানিতে ডুবে এক মৃগী রোগি মারা যাওয়ার খবর পেয়েছি।
Leave a Reply