শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সৌদি আবর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের সেই কিশোরী মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মেয়েটিকে দেশে ফিরিয়ে আনার জন্য ডিও লেটার দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সৌদি আরবে জগন্নাধপুরের এক কিশোরী মেয়েকে আটকে রেখে নির্যাতনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে ওই মেয়ের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে দেশে ফিরিয়ে আনতে আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যার গতকাল ডিও লেটার দিয়েছেন। আমরা মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য চেষ্ঠা করছি।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার আওতাধীন বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগলু মিয়ার কিশোরী মেয়ে ফারহানা বেগমকে একই এলাকার তারিফ উল্লার ছেলে স্থানীয় দালাল লিলু মিয়ার প্ররোচণায় সৌদি আরবে পাঠানো হয়। সেখানে কিশোরীকে আটককে রেখে অমানবিক নির্যাতন করা হয়।
Leave a Reply