শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের কাজ এগিয়ে চলছে। শনিবার ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের একটি প্রতিনিধি দল রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। ট্রাস্ট নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ আহাদ,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আজাদ আলী, প্রতিষ্টাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ট্রাস্টি গোলাম মর্তুজা, জয়নাল খান প্রমুখ এসময়
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুরের উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন,ধীরেন্দ্র সূত্রধর,ঠিকাদার আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী জানান,যুক্তরাজ্যের আইডিয়া সেন্টারের আদলে সরকারি অর্থায়নে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের একতলার ছাদ ডালাই কাজ দেখতে আমরা ট্রাস্টের একটি প্রতিনিধিদল এসেছিলাম।কাজের অগ্রগতি দেখে আমরা সন্তোষ্ট। তিনি বলেন, জগন্নাথপুরের শিক্ষার অগ্রগতিতে আমাদের স্বপ্নের এ রিসোর্স সেন্টার বিশেষ ভূমিকা রাখবে।
ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুর বলেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের কাজ এখন দৃশ্যমান। এ সেন্টার বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সরকারি অর্থ বরাদ্দ দিয়ে তা বাস্তবায়ন করায় আমরা কৃতজ্ঞ। এছাড়াও তিনি ভূমি দাতাসহ সকল ট্রাস্টির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের কাজ যাতে সঠিকভাবে যথাসময়ে বাস্তবায়ন হয় আমরা তা খোঁজ খবর রাখছি।
উল্লেখ্য, ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করছে।ইতিমধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গেছে।
Leave a Reply