বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা সাবেক ক্রীড়া সংগঠক হাজী দিলদার হোসেন দিলা (৫৬) আর নেই। রোববার বেলা ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সহ বহু আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। রাত আটটায় হবিবপুর (দক্ষিণপাড়া) ঈদগাহে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফিজ সুজন মিয়া। জানাযায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মিসবাহ।
এলাকার সবার প্রিয় দিলদার হোসেন দিলার ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, সাবেক মেয়র মো: আক্তার হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মো: দিলু মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, এনামুল হক রেণু, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমুখ।
Leave a Reply