শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইষ্ট ইউ-কের উদ্যোগে আজ রোববার সৈয়দপুর হাড়িকোনা গ্রামে দরিদ্র লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর এলাকার সমাজ সেবক প্রবাসি সালেহ আহমদ ছোট মিয়ার সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইষ্ট ইউ-কের সভাপতি মোঃ মকসুদ কোরেশী। অন্যদের মধ্যে দেন সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া কোরেশী, আলতাফ হোসেন, সৈয়দ আবু ছালাম, ফয়জুন্নুর কোরেশী, সৈয়দ ইন্তাজ আলী, সাজু কোরেশী, পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আনোয়ার কোরেশী, ইউপি সদস্য সৈয়দ এমদাদ আহমদ, জুয়েল মিয়া, জাহেদ মিয়া, এলাকার নাছির কোরেশী, মাওলানা মারজান কোরেশী, মনসুর কোরেশী, সৈয়দ ফরহাদ আহমদ , জয়নুল কোরেশী, সৈয়দ মুহিত মোঃ সুজেল মিয়া , সৈয়দ রাজু , সৈয়দ রাসেল, সুহেব কোরেশী সৈয়দ আকিল, মির্জা সাফুল প্রমুখ। পরে এলাকার এক হাজার পরিবারের লোকজনের মধ্যে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক লিটার তেল ও এক কেজি ডাল বিতরণ করা হয়।
Leave a Reply