শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সবুজ সিলেট প্রতিনিধি আবদুল হাই প্রমূখ।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply