শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি; পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী  উপদেষ্টা হাসান আরিফ আর নেই শান্তিগঞ্জে হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল, জনমনে আশার আলো সুনামগঞ্জে আইডিয়া ‘বিএইচএ’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত  জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত জগন্নাথপুরে বিজয় দিবসে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরে ১৫ দিনেও ব্যবসায়ী আনন্দের হত্যার রহস্য উদঘাটন হয়নি, নেই গ্রেফতার

জগন্নাথপুরে ১৫ দিনেও ব্যবসায়ী আনন্দের হত্যার রহস্য উদঘাটন হয়নি, নেই গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরশহরে স্টুডিও মালিক আনন্দ সরকার (২৪) হত্যাকান্ডের দুই সপ্তাহ অতিবাহিত হলেও আজ পর্যন্ত পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি। থানা থেকে ২শ গজ দূরে সংঘটিত আলোচিত এই হত্যাকান্ডের ঘটনাটি পৌরবাসিকে আতঙ্কিত করে তুলেছে। কারা এই তরুণ ব্যবসায়ীকে জবাইকরে নৃশংসভাবে হত্যা করেছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে পৌরশহরের কামাল কমিউনিটি সেন্টার এলাকার আনন্দ ডিজিটাল স্টুডিওর মালিক আনন্দ সরকারের জবাইকৃত মরদেহ পুলিশ তার দোকানঘর থেকে উদ্ধার করে। আনন্দকে জবাই করে হত্যার পর দোকানঘর তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের বড় ভাই জীবন সরকার জানান, নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। কারা আমার ভাইকে খুন করেছে, কেন করলো তাও আমরা জানিনা। হত্যাকান্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আজও পুলিশ হত্যার রহস্য উদাঘটন করতে পারেনি। এঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ হয়ে পড়েছি। দ্রুত খুনীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান তিনি।
এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন কেটে দেন।
তবে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন ব্যবসায়ী হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে।
উল্লেখ্য, প্রায় দুই বছর পূর্বে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনিল সরকারের ছেলে আনন্দ সরকার জগন্নাথপুর পৌরশহরে নন্দিতা স্টুডিওতে ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করে। প্রায় ৯ মাস পূর্বে আনন্দ সরকার জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে শহরের কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ভাড়া দোকান নিয়ে ‘আনন্দ ডিজিটাল স্টুডিও’ নামে দোকান পরিচালনা করে আসছিল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com