শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরশহরে স্টুডিও মালিক আনন্দ সরকার (২৪) হত্যাকান্ডের দুই সপ্তাহ অতিবাহিত হলেও আজ পর্যন্ত পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি। থানা থেকে ২শ গজ দূরে সংঘটিত আলোচিত এই হত্যাকান্ডের ঘটনাটি পৌরবাসিকে আতঙ্কিত করে তুলেছে। কারা এই তরুণ ব্যবসায়ীকে জবাইকরে নৃশংসভাবে হত্যা করেছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে পৌরশহরের কামাল কমিউনিটি সেন্টার এলাকার আনন্দ ডিজিটাল স্টুডিওর মালিক আনন্দ সরকারের জবাইকৃত মরদেহ পুলিশ তার দোকানঘর থেকে উদ্ধার করে। আনন্দকে জবাই করে হত্যার পর দোকানঘর তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের বড় ভাই জীবন সরকার জানান, নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। কারা আমার ভাইকে খুন করেছে, কেন করলো তাও আমরা জানিনা। হত্যাকান্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আজও পুলিশ হত্যার রহস্য উদাঘটন করতে পারেনি। এঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ হয়ে পড়েছি। দ্রুত খুনীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান তিনি।
এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন কেটে দেন।
তবে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন ব্যবসায়ী হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে।
উল্লেখ্য, প্রায় দুই বছর পূর্বে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনিল সরকারের ছেলে আনন্দ সরকার জগন্নাথপুর পৌরশহরে নন্দিতা স্টুডিওতে ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করে। প্রায় ৯ মাস পূর্বে আনন্দ সরকার জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে শহরের কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ভাড়া দোকান নিয়ে ‘আনন্দ ডিজিটাল স্টুডিও’ নামে দোকান পরিচালনা করে আসছিল
Leave a Reply