শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: জগন্নাথপুর উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। নতুন পাঠ্য বই হাতে পেয়ে ছাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করতে দেখা যায়।
বুধবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়ের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউ করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান
বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি সানোয়ার
হাসান সুনু, সদস্য হাজী আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ৯ম শ্রেণীর ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।
Leave a Reply