বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আলাদা উচ্ছাস বিরাজ করছে। বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক গুরুপদ সুত্রধরের পরিচালনায় বই বিতরণী উৎসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, স্কুলের শিক্ষক হাবিবুর রহমান হাবিব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমুখ। পরে বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী থেকে ৯ম শ্রেণীর ৩৩৫ জন শিক্ষার্থীর মধ্যে নতুন পাঠ্য বই
বিতরণ করা হয়।
Leave a Reply