বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবীণ রাজনীতিবিদ হাজী সোনা মিয়া আর নেই। তাঁর মৃত্যুতে মন্ত্রী সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
জানা যায়, ৯ জানুয়ারি সকালে শ^াসকষ্ট রোগে আক্রান্ত হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজী সোনা মিয়ার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বহু গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এতে হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর-চিলাউড়া গ্রামের বাসিন্দা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও শালিসি ব্যক্তি হাজী সোনা মিয়ার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে-প্রবীণ রাজনীতিবিদ হাজী সোনা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য জুয়েল মিয়া, সুজাত মিয়া, বিএনপি নেতা আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত হাজী সোনা মিয়ার রূহের মাগফেরাত কামনা করেন।
Leave a Reply