বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) কার্যালয় সুত্র জানায়,আজ দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে সরকারি ভূমি থেকে ১৫টি দোকানঘর,শাদিপুর পয়েন্ট থেকে ১০টি, কলকলিয়া বাজার এলাকা থেকে ১টি এবং রানীগঞ্জের স্টিল ব্রিজের নিকটস্থ স্থান থেকে ১টি দোকানঘর উচ্ছেদ করা হয়। এসব স্থানে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে সরকারি ভূমি দখল করে দখলদাররা ব্যবসা পরিচালনা করে আসছিল। জগন্নাথপুর উপজেলার সরকারি কমিশনার ((ভুমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত
বলেন, সরকারি ভূমি আর যাতায়াতের রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখলদার। জগন্নাথপুরের কয়েকটিস্থানে অভিযান পরিচালনা করে ২৭টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply