শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের দৃষ্টিনন্দন আর্চ সেতু’র স্ল্যাব ঢালাই কাজ সম্পন্ন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সুনামগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত গ্রেফতার  নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন আব্বাকে মনে পড়ে  সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ  জগন্নাথপুরের স্বাস্থ্য ও রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ইংল্যান্ডের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর কমিউনিটি নেতা মুজাক্কির আলীর স্বদেশ আগমন শান্তিগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

জগন্নাথপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় মামলা

জগন্নাথপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও হত্যাকারী কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মশাজান গ্রামের করিম বক্সের ছেলে কয়েছ মিয়া (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।  এক পর্যায়ে সে চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।  ওই যুবকের অত্যাচারে তার স্বজনরা অতিষ্ঠ হয়ে পড়েন। গত ৩ ফেব্রুয়ারি মাদক সেবী কয়েছ মিয়াকে মোবাইল ফোন চুরির অভিযোগে তার চাচাত ভাইয়ের ছেলে আজহার, ময়নুল, মুজাহিদগংরা মারধর করেন। এতে সে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এক পযার্য়ে গত ৫ ফেব্রুয়ারি আহত যুবকের মৃত্যু হয়। পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে গত বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট মরদেহ হস্তান্তর করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখছিল মিয়া জানান, মাদকাসক্ত যুবকের যন্ত্রনায় অতিষ্ঠ ছিলেন তাঁর স্বজনরা। চুরির ঘটনায় স্বজনরা তাকে মারধর করেছিলেন বলে শুনেছি।
শনিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে তার ভাতিজারা মারধর করেছিলেন। এতে তিনি আহতবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com