শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যাগে জগন্নাথপুর পৌর সভার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে পৌর সভার ৫,৬ নং ওয়ার্ড বাসীর সাথে নলকূপ ও স্যানেটারী ল্যাট্রিন বিতরণ উপলক্ষে উপকারভোগী নির্বাচনের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল প্রমুখ। এর আগে পৌর সভার ৭ও ৮ নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় করে উপকারভোগী নির্বাচন করা হয়।
উল্লেখ্য, স্থানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হতদরিদ্র লোকজনদের মধ্যে গভীর নলকূপ ও ল্যাট্রিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply