মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার :: উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী জগন্নাথপুর নার্সারী স্কুলের বার্ষিক মিলাদ, ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে স্কুল ক্যাম্পাসে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অধ্যক্ষ বিনয় কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, শিক্ষানুরাগী আকমল খান, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী আব্দুল জব্বার প্রমূখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহফুজ আয়শা, প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আমাদের শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলায় ও সাফল্য অর্জন করতে হবে।
Leave a Reply