বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। নতুন নতুন আধুনিক স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির হার বৃদ্ধি করা হবে। তিনি জগন্নাথপুর ব্রিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন। তারা কষ্টার্জিত অর্থ দিয়ে দেশ মাতৃকার সেবা করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মন্ত্রী শনিবার দুপুরে পৌর শহরের আল জান্নাত ইসলামিক ইনস্টিটিউট প্রাঙ্গনে ব্রিট্রিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট কর্তৃক ২০তম মেধা বৃত্তি প্রদান উপলক্ষ্যে ৭০০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৫লাখ টাকা বৃত্তি বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ট্রাষ্টের সভাপতি মিয়া মোঃ নুরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুনু ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারী লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সম্পাদক মহিব চৌধুরী। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক বারিষ্টার এনামুল কবির ইমন, এডিশনাল এসপি হায়াতুন নবী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার ৭০০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়। এছাড়াও বিশ^বিদ্যালয় গুলোতে অধ্যায়নরত জগন্নাথপুরের মেধাবী গরিব শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply