সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১ দাখিলে ৬৯ জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু  জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

জগন্নাথপুরে পবিত্র কোরআন প্রতিযোগিতা ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠিত

জগন্নাথপুরে পবিত্র কোরআন প্রতিযোগিতা ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের “হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আল-আমীন স্মরনিকা প্রকাশনা অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পবিত্র আল কুরআন প্রতিযোগিতা-স্মরনিকা ও আলোচনা সভার আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বাদ যোহর সংগঠনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক হাফেজ নুরুল হকের সভাপতিত্বে সংগঠনের সভাপতি মৌলভী ক্বারী শাহাব উদ্দীন শিহাব ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য দেন আল ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ।
সভার শুরুতে সাংবাদিক কামরুল ইসলাম মাহি স্বাগত বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্েয বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সমাজকর্মী আহসান হোসেন সুমন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সহসভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, প্রবীন শিক্ষক হাফেজ সৈয়দুর রহমান, জগন্নাথপুর উপজেলা সেচ্চাসেবক লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক এইচ এম ফারুক গনী, জগন্নাথপুর উপজেলা (পশ্চিম) তালামীযের সহসভাপতি হাফেজ সৈয়দ জাবের হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সংগঠনের কর্মী হাফেজ রেজাউল করিম, তখলিছুর রহমান তুহিন, জাবের আহমদ, হাফেজ আবু তাহের, আলী আহমেদ, আল আমিন, রাজু, আশরাফ, হাফেজ মুসতাক প্রমুখ।

এর আগে কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে উপজেলার ১৮ টি মাদরাসার প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে নগদ অর্থসহ পাগরী বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com