শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় অতি সম্প্রতি ৫৩৫জন প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে অনেক প্রবাসীই হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূন্যতম ১৪দিন সকল প্রবাসিকেই হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। আমাদের মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। জগন্নাথপুর উপজেলায় অতি সম্প্রতি ইউরোপ, আমেরিকা ও মধ্যপাচ্য থেকে ৫৩৫জন প্রবাসী দেশে এসেছেন। তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। আমরা প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে কাজ করছি। শুক্রবার উপজেলার সকল মসজিদে মাইকিং করে সবাইকে সতকর্তা অবলম্বন করতে বলা হবে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন লক্ষণ সনাক্ত হয়নি। তবে প্রবাসীরা দেশে এলেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অপরদিকে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন জনগণকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।উপজেলা পরিষদ বিজ্ঞপ্তিটি মাইকিং করে নাগরিকদের অবগত করছে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসী অধ্যুষিত এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসী। তাদের মধ্যে অনেকেই দেশে ফিরছেন। আমরা তাদের তথ্য সংগ্রহ করেছি। ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য ফেরত ৫৩৫ জন বিদেশ ফেরত প্রবাসির তথ্য আমাদের কাছে আছে। ১৮জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে অন্য সবাইকেও হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা আরো খোজঁ খবর নিচ্ছি। করোনা ভাইরাস বিষয়ে জন সচেতনতার জন্য আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিয়ে-শাদিতে বেশি লোক সমাগম না করা ও বড় আকারের সভা সমাবেশ আপাতত বন্ধ রাখার ব্যাপারে সবাইকে বলা হয়েছে এবং দেশে আসা প্রবাসীদের হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
Leave a Reply