শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে চাল, পেঁয়াজ, মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। ক্রেতাদের এমন অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর সদর বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির সত্যতা পেয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply