শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদ- প্রদান করেছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজার ও হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাত ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অভিযোগে মানহা নামে একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের আতংঙ্কে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে বিক্রি করায় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply