শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের’ উদ্যোগে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডগøাভস বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুরের বাজারের অলিগলি ও প্রধান প্রধান সড়কের অবস্থিত খোলামেলা দোকানপাটের ব্যবসায়ী ও শ্রমিকসহ দুইশতাধিক জনসাধারণের মধ্যে এসব বিতরণ করা হয়। এছাড়া জনসাধারণকে করোনা সর্ম্পকে আতঙ্কিত না হয়ে প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের স্থানীয় কমিটির সদস্য এম শামিম আহমদ বলেন, বিশ্বজুড়ে এখন প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্ক আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। করোনার আতঙ্কিত না হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেও এটি প্রতিরোধ করা সম্ভাবনা রয়েছে। এজন্যে আমরা সাধারণ মানুষদের মধ্যে ৪০০ মাস্ক, ৪০০ স্যানিটাইজার, সাবান ও ৪০০ হ্যান্ডগøাভস বিতরণ করেছি। পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।
Leave a Reply