সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

করোনা আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনা আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ খবর দিয়েছে বিবিসি। শুক্রবার ডাওনিং স্ট্রিট এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, আক্রান্ত হলেও তার সামান্য উপসর্গ প্রকাশ পেয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে ঘোষণা করেছেন। তবে এসময় তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

তার সর্বশেষ অবস্থা জানিয়ে টুইটারে এক টুইট করেছেন তিনি। এতে তিনি জানিয়েছেন, তার গায়ে জ্বর রয়েছে এবং তার কাশি হয়েছে। তবে তার এসব উপসর্গ অনেক কম।
তিনি আরো বলেন, চিকিৎসকের কথা অনুযায়ী আমি কিছু পরীক্ষা করেছিলাম। তাতেই আমার করোনা আক্রান্তের ফল পাওয়া গেছে। তবে তিনি বলেন, বাড়িতে বসেই কাজ করে যাওয়া এখন সঠিক কাজ। আমি আÍবিশ্বাসি এ নিয়ে।

গত ফেব্রুয়ারি থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নানা পদক্ষেপ ঘোষণা করেছেন বরিস জনসন। তবে তিনি নিজেই মানুষের সঙ্গে হাত মেলানো অব্যাহত রেখেছিলেন। এমনকি হাসপাতালে গিয়েও তিনি হাত মিলিয়েছিলেন বলে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই সংক্রমিত হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com