শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যুবলীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য সামগ্রী উদ্ধার করেছে।
টিসিবির ন্যায্যমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের লগো (মোড়ক) অবৈধভাবে পরিবর্তন করে কালোবাজারে বিক্রির খবর পেয়ে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় যুবলীগ নেতা নোমান হোসেনের গোডাউন থেকে বিপুল পরিমান চিনি ও সয়াবিন তেল উদ্ধার করে। এব্যাপারে শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুরের পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের লালাপুর গ্রামের হাজী হালিম উল্লার ছেলে স্থানীয় যুবলীগ নেতা নোমান হোসেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর বাজারে টিসিবির পন্য মজুদ করে টিসিবির মোড়ক পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্ঠা করছিল।
এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশের উপস্থিতিতে আলীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিসিবির নিত্যপণ্যের লগো পরিবর্তন প্রমাণিত হয়। এসময় দোকানঘর থেকে কর্মচারীর স্বীকারোক্তিতে টিসিবির পুষ্টি ব্র্যান্ডের ১৯৬ বোতল (৫ লিটার) সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
অভিযানকালে নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বিশ্বজিত পাল, নবীগঞ্জ থানার ওসি আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া জানান, টিসিবির পণ্যে কালো বাজারে বিক্রি করার দায়ে অভিযুক্ত নোমান হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতি করেন।
শুক্রবার সন্ধায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, কোটিপতি ব্যবসায়ী যুবলীগ নেতা নোমান হোসেন ও স্থানীয় ডিলার আব্দুল হাদি পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয় নি।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, টিসিবির পণ্য উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply