শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হত দরিদ্র মানুষের মধ্যে এ পর্যন্ত ৫১ মেট্টিকটন চাউল ও নগদ ২লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর সদর পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্রদের মধ্যে ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
মঙ্গলবার ইউএনও মাহফুজুল আলম মাসুম জনান, সরকার কর্তৃক এ উপজেলায় ৩ কিস্তিতে প্রাপ্ত এ সমস্ত ত্রাণ সামগ্রী পৌরসভা সহ ৮টি ইউনিয়নের হত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ত্রাণ সামগ্রীর চাহিদা পাঠানো হয়েছে। কিছু দিনের মধ্যে আরো ত্রাণ সামগ্রী আসবে বলে তিনি জানান।
এদিকে উপজেলা সদরসহ ৮টি ইউনিয়নের বিপুল সংখ্যাক ঘর বন্দি হত দরিদ্রদের মধ্যে খাবারের জন্য হাহাকার চলছে। মানুষের চাহিদার তুলনায় বরাদ্দ খুবই অপ্রতুল।
Leave a Reply