শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে পারিশ্রমিক শ্রমিক সহ স্বেচ্ছাশ্রমে ধান কাটছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষার্থী,আনসার সদস্যসহ সেচ্ছাসেবী প্রায় সাড়ে পাঁচ হাজার যুবক ও তরুণ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, জগন্নাথপুর উপজেলার ছোটবড় ১৫ টি হাওরে এবার ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। হাওরজুড়ে পাকাধান থাকার পরও এবার করোনাভাইরাস সংক্রমনে অন্য জেলা থেকে তুলনামূলক কম শ্রমিক আসায় অকাল বন্যার আশঙ্কায় কৃষি বিভাগের আহ্বানে ধান কাটতে স্বেচ্ছাসেবীরা মাঠে নামেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, দেশের অন্য জেলা থেকে আগত ও স্থানীয় কৃষি শ্রমিক পারিশ্রমিক নিয়ে ধান কাটছেন সাড়ে ৩ হাজার লোক। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ২ হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন ।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আজ একযোগে সকাল সাতটা থেকে চারশ তরুণ স্বেচ্ছাসেবক ইউনিয়নের বিভিন্ন হাওরে অসহায় শ্রমিক সংকটেপড়া কৃষকদের ধান কেটে দিয়েছে। আমি স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করে ধানকাটার কার্যক্রম তদারকি করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, ইউএনও জগন্নাথপুর এর ফেসবুক পেজে ধান কাটার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়ার পর থেকে এ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে ধান কাটতে নামেন। তরুণরা উৎসাহ উদ্দীপনায় কৃষকদের পাকাধান কেটে দিয়ে মহতি কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ জানাই।
Leave a Reply