শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুহাম্মদপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত উভয়পক্ষের ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় গতকাল জগন্নাথপুর থানায় সাহেল আহমদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মুহাম্মদপুর গ্রামের সাহেল আহমদ ও আজিজুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে সোমবার সাহেল আহমদ নিজ জমির ধান কেটে নিয়ে আাসার পথে শফিক মিয়ার বাড়ির সামনের জায়গায় মাড়া দিতে গেলে শফিক মিয়া এতে বাধা প্রদান করেন। এবং গালিগালাজ করেন। এক পর্যায়ে শফিক মিয়ার পক্ষের লোকজন বন্দুকের গুলি ছুঁড়লে উভয়পক্ষের
লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।তারমধ্যে সাহেল আহমদ পক্ষের রায়হান মিয়া( ৩৫),বাবর মিয়া (২৬),রানা মিয়া (৩২) কে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শফিক মিয়া পক্ষের শফিক মিয়া (৪৫) ও জাহাঙ্গীর মিয়া (২৪) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস,আই) আতিকুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
সাহেল আহমদ জানান,প্রতিপক্ষ আজিজুল ইসলামের লোকজন দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাস প্রকৃতির লোক।তাদের বিরুদ্ধে হত্যা,ডাকাতি সহ বিভিন্ন অপরাধের মামলা চলছে। আমাদের জায়গায় ধান মাড়াই করতে গেলে আজিজুল ইসলামের লোকজন বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে আমাদের লোকজন কে আহত করে। এঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছি। অপরদিকে আজিজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply