শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরেকজন ব্যক্তি (৫০) করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্ত সংখ্যা দশ জন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। নতুন শনাক্ত ব্যক্তি পৌর এলাকার হবিবপুরের বাসিন্দা।
গতকাল সোমবার রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ওই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।
মঙ্গলবার ( ২ জুন) সকালের দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষা শেষে করোনা আক্রান্ত রোগীকে হোম আইসোলেশন করে রাখেন। এবং পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পাশপাশি আশেপাশের তিনটি বাড়িকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক বীরেন্দ্র কুমার দেব, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমী রায় ,স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ ।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর বলেন, নতুন শনাক্ত ব্যক্তির নমুনা গত ৩০ মে সংগ্রহ করার পর রিপোর্ট আসে পজেটিভ। জগন্নাথপুরে মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে হয়েছেন। অপর চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply