শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ছয়জন।তাদের কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এরমধ্যে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দুইজন,হাসপাতাল এলাকায় একজন এবং কেশবপুর এলাকায় তিন জন।
শনিবার (১৩ জুন) সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, গতকাল শুক্রবার (১২ জুন) রাতে শহীদ মিনার এলাকায় দুইজন,কেশবপুর এলাকায় তিনজন ও হাসপাতাল সংলগ্ন এলাকার একজন সহ মোট ছয়জন করোনা শনাক্ত হন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এরমধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply