সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। তিনি কামারখাল গ্রামের বাসিন্দা।
শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসুদন ধর জানান, পরিক্ষায় তার করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় কমপ্লেক্সের একটি মেডিকেলটিম চিকিৎসা প্রদান করে হোম আইসোলেশনে রেখেছেন।নমুনা সংগ্রহের পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয় শুক্রবার ল্যাব থেকে তাঁর রিপোর্ট আসে করোনা পজেটিভ।
চেয়ারম্যান আব্দুল হাসিমের ঘনিষ্ঠজনরা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার লোকজনের সঙ্গে
নিভীরভাবে জড়িয়ে আছেন। সচেতনার জন্য নমুনা পরিক্ষা করার পর রিপোর্ট পজেটিভ আসে। তবে করোনার কোন উপসর্গ তাঁর মধ্যে নেই। তিনি সবার কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
চেয়ারম্যান আব্দুল হাশিম জানান,করোনা পজিটিভ হলেও আমি শারিরীক ভাবে সুস্থ আছি। তিনি বলেন আমি ছুটি নিয়ে যুক্তরাজ্য যাওয়ার জন্য স্বপ্রনোদিত হয়ে নমুনা পরীক্ষা করেছিলাম।
Leave a Reply