জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সৈয়দপুর গ্রামের ফয়জুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে ছোটমিয়া কে সৈয়দ পুর বাজার থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে ছোট মিয়ার ছেলে শেখ সুহেল আহমদ অভিযোগ করেছেন, আমার আব্বা কে থানায় খবর দিয়ে নিয়ে আটক করে রহস্যজনক ভাবে
মামলা সাজানো হয়েছে। গ্রেফতার হওয়া ছোটমিয়ার প্রতিপক্ষ লন্ডন প্রবাসী সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য আওয়ামীলীগ নেতা আবুল হাসানের সাথে ওসি ইখতিয়ার উদ্দিনের গভীর সম্পর্ক রয়েছে। যে মামলা দিয়ে ছোট মিয়াকে গ্রেফতার করা হয়েছে ওই মামলার বাদী হচ্ছেন অস্ত্র সহ গ্রেফতার হয়ে জেল হাজতে অবস্হানরত সাইদুলের পিতা ফয়জুল ইসলাম। ফলে এ ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রোববার বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। অস্ত্রদিয়ে গুলির ঘটনায় পুলিশ ৫ আগস্ট আবুল হাসান এর পক্ষের সাইদুল হক কে একটি বন্দুকসহ গ্রেফতার করে কারাগারে পাঠায়।
Leave a Reply