শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সীমান্তবর্তী এলাকা থেকে চুরি যাওয়া গরুসহ তিন চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতকৃতরা হলেন, ছাতক থানার চৌকা গ্রামের মৃত ইরফান আলী ছেলে খলিলুর রহমান (৫৫), বিশ্বম্বরপুর উপেজলার নাগরাখালী গ্রামের ফজিবুল রহমানের ছেলে তাজউদ্দিন (৩৫) ও একই এলাকার কোয়াজ আলীর ছেলে রকিব উদ্দিন (৪২)।
থানা পুলিশ জানায়, জগন্নাথপুরের সীমান্তবর্তী জগন্নাথপুর-ছাতক ঝিগলী পয়েন্ট এলাকা থেকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে চুরি যাওয়া দুইটি গরু সহ ওই তিন গরু চোরকে আটক করে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন বলেন, গত ৭ মার্চ জগন্নাথপুর উপজেলার মোহাম্মদ গ্রামের কৃষক আজিজুল ইসলামের গোয়াল ঘরে দুইটি গরু চুরি হয়।
এবিষয়ে থানায় তিনি মামলা দায়ের করেন। আমরা মামলার প্রেক্ষিতে গোপন খবর পেয়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চুরি যাওয়া গরুসহ তিন চোরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি।
Leave a Reply