শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পেয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বিজয় দিবসের দিনে জগন্নাথপুরের কৃতী সন্তান ডাক্তার মধু সুধন ধরের নেতৃত্বে এমন স্বীকৃতিতে আনন্দিত জগন্নাথপুর উপজেলাবাসী। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক পরিষদের আয়োজনে তৃনমুল পর্যায়ের স্বাস্থ্য সেবায় নিবেদিত ও কোভিড -১৯ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে স্বীকৃতি হিসেবে সন্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় প্রধান অতিথি হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর হাতে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স পুরুস্কার সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।
সিলেট স্বাস্থ্য বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক গৌছ আহমেদ সভাপতিত্ব করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন, স্বাস্থ্য বিভাগের উদ্দীপনামূলক অনুষ্ঠানে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে মনোনীত করায় আমরা আনন্দিত।
তিনি বলেন এই সন্মানের ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো সেই সাথে সম্মিলিত কাজের মাধ্যমে ভবিষ্যতে আমরা আরও বেশি সন্মাননায় ভূষিত হতে চেষ্টা করবো। তিনি এ স্বীকৃতি স্বাস্থ্য বিভাগের সকল কর্মী ও জগন্নাথপুরের জনগণকে উৎসর্গ করেন।
উল্লেখ্য ডাক্তার মধু সুধন ধর গরিবের ডাক্তার হিসেবে এ উপজেলায় পরিচিত। তাঁর নেতৃত্বে এ উপজেলার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও করোনাকালে অক্লান্ত পরিশ্রম করে সাধারন মানুষের পাশে দাড়িঁয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন ।
Leave a Reply