সানোয়ার হাসান সুনু ::
রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে শান্তি পূর্ণ ভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট কেন্দ্র গুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্হিতি বাড়তে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে বিচ্ছিন্ন ভাবে কয়েক জায়গায় জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন হলদিপুর ছিলাউরা ইউনিয়নের ভূরাখালী আব্দুস সামাদ আজাদ সরকারী
প্রাথমিক বিদ্যালয়, ছিলাউরা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, দাসনোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সৈয়দ পুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে নারী ও পূরুষ ভোটার দের ব্যাপক উপস্হিতি লক্ষ্য করা যায়।
শান্তিপূর্ণ পরিবেশে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।
এ দিকে পাটলী ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক তার কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগ করেন। বেলা ৩টার দিকে তিনি যুগান্তর কে জানান, মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক জন যুবক কে জাল ভোট দিতে দেখা যায়।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, জগন্নাথপুরে ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ৪৯ এবং নারী ভোটার ৬৯ হাজার ৮শ’ ২৩ জন। মোট কেন্দ্র ৭৭ টি।
রির্টানিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বিকেল ৩টা পর্যন্ত কোথায় ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply