জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও জালালাবাদ গ্রামে পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষেকালে ১জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।তবে এলাকার অনেকেই নিহত ব্যাক্তি সংঘর্ষ থামতে মধ্যস্হতা করতে গেলে হার্টঅ্যাটাকে মারা গেছেন বলে জানান।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায়,পীরেরগাঁও জালালাবাদ গ্রামের আরশ আলীর কাছে একই গ্রামের ইদ্রিস আলীর ৮৫ হাজার টাকা পাওনা ছিল। তারা সম্পর্কে চাচা- ভাতিজা। গত দুই বছর ধরে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। আরশ আলীর ছেলেরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোট দিতে গ্রামে এলে ইদ্রিস আলী টাকার জন্য চাপ দেন।এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে উভয় পক্ষের ১০জন আহত হন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে আরশ আলী (৬০) মারা যান। উভয় পক্ষের অপরআহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে আরশ আলীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আরশ আলীর ছেলেদের দাবি মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিপক্ষ ইদ্রিস আলীর লোকজনের দাবি আরশ আলী কে মারধর করা হয়নি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এএসপি জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর জানান , প্রথমিক ভাবে সুরতহাল রির্পোট তৈরি কালে লাশের শরীরে আঘাতের কোন চীহ্ন পাওয়া যায়নি। অনেকেই বলেছেন হার্ডএটাকে মৃত্যু হয়েছে । তবে
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াস মিয়া (৪৭) নামে একজন কে আটক করা হয়েছে।
Leave a Reply