শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জাতীয় পার্টি নেতা মোঃ আবুল বাশার (৫০) আর নেই।
তিনি শুক্রবার রাত ১ টা ১০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাঁর নামাজে জানাজা শনিবার বিকেল ২ টা ২০ মিনিটের সময় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ জানাজার নামাজে অংশ নেন।
এক সময় সাংবাদিকতা পেশায় ছিলেন আবৃুল বাশাৃর।তিনি মীরপুর বাজারে ব্যবসা করে আসছিলেন।
এদিকে, জাতীয় পার্টি নেতা আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ ৪ (সদর আসনের) সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্নসম্পাদক অমিত দেব,
নির্বাহী সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, জগন্নাথপুর নিউজ ডটকম বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমুখ।
জাতীয় পার্টির আরো যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ন ম ওহিদ কনা মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সজ্জাদুর রহমান সাজু, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝুনু, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব, জাপা নেতা রফিক উদ্দিন, মোঃ ফিরোজ রানা, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবদাল মিয়া, ফয়জুর রহমান, মস্তফা আলী, সুহেল মিয়া, রুপন আহমদ, যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর আলী, আব্দুর রহমান, তরুন পার্টির আহবায়ক মোঃ রনি মিয়া প্রমূখ।
Leave a Reply