শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর দোকান ঘর দখলকে কেন্দ্র করে বৃদ্ধের কব্জি বিছিন্নের ঘটনায় মামলার আসামী আশিক মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের সমষপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে, ঘটনার চার দিনেও মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা এমেল মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি গ্রামে এক প্রবাসীর দোকান ঘর দখলকে কেন্দ্র করে মর্তুজ আলী নামের এক বৃদ্ধের উপর আওয়ামী লীগ নেতা এমেল মিয়া’র নেতৃত্বে হামলা করা হয়। হামলায় রামদার কোপে ওই বৃদ্ধের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে আহত ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ওই বৃদ্ধের স্ত্রী মীনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় আওয়ামী লীগ নেতা এমেল মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের কাছে অপরাধীদের একটাই পরিচয়, সে অপরাধী। বৃহস্পতিবার মামলা দায়ের করা হলে একজনকে গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply