শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূ কে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের স্বামী কে আটক ও স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সৌদিআরব প্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে দা ও করাত দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার সকালে উপেজলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ দিন দুপুরে পুলিশ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
জানা যায় , জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামের নুর মিয়ার সৌদিপ্রবাসী মেয়ে বিদেশ থেকে তার মায়ের কাছে টাকা পাঠাত। এ নিয়ে স্বামী নুর মিয়া ও স্ত্রী আছিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী নুর মিয়া স্ত্রী আছিয়া বেগমকে (৪৮) দা ও করাত দিয়ে গলায় আঘাত করে। আছিয়া বেগম রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাহিরে বের হয়ে মাটিতে পড়ে যান।
এসময় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় স্বামী নুর মিয়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । হত্যা ঘটনায় ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply