শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
স্টাফ রির্পোটার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে চলতি আমন মৌসুমে ফসল উত্তোলনের সুবিধার্থে ১২টি কম্বাইন হারভেস্টার যন্ত্র সরকার কতৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের চাবি কৃষকদের মধ্যে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউপি চেয়ারম্যান আগুর মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, চলতি আমন ও আগামী বোরো মৌসুমের ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার সরকার কর্তৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে প্রদান করা হয়েছে।
Leave a Reply