শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাজারের টিএন্ডটি রোডস্থ ডাকবাংলো সেতুর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, দুপুর ১২টার দিকে শহরের জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতু সংলগ্ন একটি তোলার দোকানে আগুনের ঘটনা ঘটে। এক পর্যায়ে আশপাশের দোকানে দ্রুত আগুনে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ও আশপাশের ব্যবসায়ীরা আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে আগুন নেভানোর প্রাণপণ প্রচেষ্ঠা চালায়। প্রায় ৩ ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে তোলার দোকান, তীর সুয়াবিন তেল ও মার্কাস দুধের ডিট্রিবিউটর, সমী এন্টারপাইজ ও ক্যামিকেলের একটি দোকানসহ ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
তীর সুয়াবিন তেল ও মার্কস দুধের ডিট্রিবিউটর এর পরিচালক প্রদ্বীপ দেবের বড় ভাই নিতাই দেব জানান, মুর্হুতের মধ্যে আগুনে সব পুড়ে গেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
সমী এন্টারপ্রাইজের পরিচালক রাজু ভট্রাচার্য্য জানান, আগুনে পুড়ে দোকানের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আল মাসুদ জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে আমরা কাজ করেছি।
তবে আগুনের সুত্রপাত কীভাবে ঘটেছে এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি।
Leave a Reply