শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মিজানূর রহমান জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজে শিক্ষার্থী দের উদ্দেশ্যে বলেছেন, এ উপজেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করছেন।
এ সরকারি ডিগ্রি কলেজটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্টানের সুনাম ধরে রাখতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সততার সহিত সবাইকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এখানে বখাটেদের স্হান নেই। কোন অবস্হাতেই বখাটেপনা সহ্য করা হবে না। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এখানে ছাত্রীদের কে নিজেদের বোনের মত দেখতে হবে। ছাত্র-ছাত্রীদের সম্পর্ক হবে ভাই বোনের মত। এবং শিক্ষক দের সম্মান করতে হবে এবং তাদের আদেশ মেনে চলতে হবে।
মঙ্গলবার দুপুরে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ সহ শিক্ষক বৃন্দ উপস্হিত ছিলেন।
এছাড়া বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং,কিশোর গ্যাং নারী নির্যাতন, মাদক নিমূল সম্পর্কে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সৎ ও ন্যায়পরায়ন পুলিশ কর্মকতা হিসাবে পরিচিত জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ
মোঃ মিজানুর রহমান।
তিনি জগন্নাথপুরে আসার পর সকল অনিয়ম দূর্নীতি অন্যায়ের বিরুদ্বে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অপরাধীদের বিরুধ্বে কঠোর পদক্ষেপ নেওয়ায় অপরাধ প্রবনতা অনেকটা কমেছে। থানায় মামলার সংখ্যা কমে গেছে। দালাল দের দৌরাত্ম্য নেই বললে চলে। প্রায় প্রতি দিনই ওসি মিজানূর রহমান উপজেলার কোন না কোন,ওয়াজ মাহফিলে, মসজিদ, মাদরাসা, স্কুল- কলেজে সকল অনিয়মের বিরুধ্বে ও সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে চলেছেন। ওসি মিজানূর রহমানের উদ্যোগে উপজেলার অনেক বিরুধীয় ঘটনা আপোষে নিস্পত্তি হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অত্যান্ত কর্মঠ এই পুলিশ কর্মকতা সততা ও ন্যায়পরায়নতার কারনে অল্পদিনেই সাধারন মানুষের মন জয় করে চলেছেন।
Leave a Reply