রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জুয়েল মিয়া (২৬) এর মৃত্যু হয়েছে।
রোববার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের ধন মিয়া ও আব্দুস শহীদের লোকজনের মধ্যে পঞ্চরা খালে মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ৩ জুন ধন মিয়া,তার ভাই আনোয়ার মিয়া ও ছেলে সুহেল সহ ১০/ ১২জনের সংঘবদ্ধ দল সুলফি ও লাটিসোটা নিয়ে আব্দুস শহীদের বাড়িতে গিয়ে হামলা চালায় এতে আব্দুস শহীদ (৫৫),তার স্ত্রী নুরবি বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম(১৬) ও ভাতিজা জুয়েল মিয়া(২৬) আহত হন।
নিহত জুয়েল মিয়াকে সুহেল সুলফি দিয়ে পেটে ও চোখের মধ্যে আঘাত করলে তাৎক্ষণিক জুয়েল মিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মিয়া মারা যান। তিনি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। হামলার ঘটনার পর দিন আব্দুস শহীদের ভাতিজা শাহীন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Leave a Reply